Old school Swatch Watches
আসুন,দেশের জন্য
কিছু করি.......অশ্লী
লতা কে না বলি.....
বর্তমানে ফেসবুকে সকলেই
নতুন নতুন পেজ খোলার
খেলায় মেতে উঠেছে।
যে কোনো একটা ফানি নাম
দিয়ে ফান পেজ
খুলে,সবাইকে তাতে জয়েন
করার আমন্ত্রন
জানাচ্ছেন।এই ফান
পেজে,জয়েন
করলে দেখা যায়,তাতে ফানের
নামে অশ্লীলতার
ছড়াছড়ি।আমাদেরই
অনেক বন্ধু
তাতে বিকৃত আনন্দ
লাভের কারনে লাইক
আর কমেন্টের বন্যায়
ভাসিয়ে দিচ্ছে। আর
আধুনিকতার
নামে,আমরাও তাদের
নিষেধ করি না।
ভয়ে বলতে পারি না,দোস্ত
পেজটাতে যে তুই লাইক
আর কমেন্ট
দিস,তা আমার হোম
পেজে ও
দেখা যায়,এগুলো খারাপ,তুই
এগুলোতে কেন লাইক
বা কমেন্ট
করিস?....বললেই, বলবে..শালা বেক
ডেটেড,অথবা,তুই এত
সাধু হইলি কবে?
ফলে,কেউ
ভালো হলেও,তার
ভালো হতে আমরাই
বাঁধা সৃষ্টি করি।
ফলে,আধুনিক হওয়ার
তাগিদে+বন্ধুর
আড্ডায়,সকলকে নতুন
অশ্লীল কৌতুকের
আনন্দে ভাসানোর
জন্য আমরা এই সকল
পেজ নিয়ে মেতে আছি।
এই পেজগুলোর
কল্যানে,অশ্লীলত
া আজ র্সবত্র।এই
সকল পেজের লাইক
আর কমেন্ট এই
পরিমান,যে তা আমাদের
চোখে পড়তে বাধ্য।
আজকাল যুবসমাজ
এতই
আধুনিক,যে ছেলে মেয়ে একসাথে অশ্লীল
কথা বার্তা বলতে লজ্জাবোধ
করে না,যা ছিলো এক
সময় অকল্পনীয়।
অশ্লীলতা আজ
আধুনিকতার
অপরিহার্য অঙ্গ।আর
এই পেজগুলো,আমাদের
সেই অশ্লীলতায়
উদ্বুদ্ধ করছে।
তারা প্রত্যক্ষ
বা পরোক্ষ
ভাবে তৈরী করছে,আগামীর
পরিমল।
এই পেজ গুলো আমাদের
আনন্দদানের
পাশাপাশি সামাজিক
অবক্ষয়ের অন্যতম
কারন হয়ে দাড়িয়েছে।
আজ থেকে ১০ বছর
পরের
কথা চিন্তা করুন.....যখন
আপনার ছোট ভাই
বা আপনারই সন্তান
ফেসবুকে ঢুকে দেখবে,এই
পেজের সদস্য
আপনি,তখন আপনার
ইজ্জত কোথায়
থাকবে?অবশ্য
যদি আমরা এটা আশা করি যে কিছুদিন
পর আমাদের
সমাজে সবাই
সপরিবারে এমেরিকান
পাই
দেখবে....তাহলে ভিন্ন
কথা।
আজ যে সবার
কল্যানে একটা পেজ
চালায়,সে দশ বছর
পরও সেই পেজ
চালাতে র্গব বোধ
করবে...কিন্তু সেই
ফান পেজের
এডমিনরা তখন
কি করবেন?যখন
দেখবেন আপনারই ছোট
ভাই বা ছেলে,আপনার
পেজের
ফানি পোষ্টটে কমেন্ট
করবে....তখন আপনার
কেমন লাগবে?আজ
আমার ভয় হয়
আমাদের ভবিষ্যত
প্রজন্মের
জন্য,আমরা যদি এই
অশ্লীতাকে বন্ধ
করতে না পারি,তবে আমাদের
ভবিষ্যত প্রজন্মের
জন্য
আমরা কি রেখে যাচ্ছি?
আমরা কি জবাব দেব
আমাদের
আগামী প্রজন্মকে?
আমরা কি বলতে পারবো,এই
অশ্লীলতা রোধে,আমরা একবারও
চেষ্টা করেছি?
ফেসবুকে এমন
এডমিনও
দেখেছি,যে একই
সাথে ইসলামিক পেজ ও
অশ্লীল পেজ চালায়।
ইসলামিক পেজটা তার
অশ্লীল পেজের
মেম্বার বাড়ানোর
কাজে ব্যবহার করে।
তারা ইসলামের নাম
বিক্রি করে অশ্লীলতা ছড়ায়।
এদের ইসলামিক
পেজ,ইসলামের
উপকারের
চাইতে অপকার
বেশী করে।
কিন্তু
এতে লাভটা কি?
আপনি যদি প্রকৃত
মুসলমান হন
বা হতে চান,তবে আপনার
কাছে আমার বিনীত
অনুরোধ,দয়া করে এই
অশ্লীল পেজ
গুলো বানিয়ে আপনি গুনার
ভাগিদার হবেন না।এই
পেজের
মাধ্যমে মানুষের
মানসিকতা বিকৃত
করবেন না।প্লিজ....
আমার
জানা মতে,যারাই এই
পেজ
গুলো চালায়,বা তার
সদস্য,তারা না বুঝেই
এগুলো করে।
তারা কখনোই
চিন্তা করে না,তারা যা কিছু
করছে,তা তার সমাজ
বা জাতির উপর কেমন
প্রভাব ফেলছে।
আমরা যদি আজ এই
জাতীয় পেজ গুলো বন্ধ
না করি,তবে আমাদের
কিছুই বলার
থাকবেনা....যখন
দেখবো আমার আদরের
ছোট ভাই
কোনো অশ্লীলতায়
জড়িত।এখন
তো র্পাকের চিপায়
গিয়ে অনেকে অনেক
আকাম করে....তখন
দেখা যাবে প্রকাশ্যে তা করলেও,আধুনিকতার
কারনে,আমাদের
তা মেনে নিতে হবে।
আজ
যদি আপনি আপনার
এডমিন বন্ধুকে তার
খারাপ পেজ বন্ধ
করতে বলে,একটু
বেকডেটেড হন,তবুও
কাল তা আপনার
সন্তানের
কাজে আসবে।আপনার
ভবিষ্যত প্রজন্মের
কথা চিন্তা করে হলেও
পেজগুলো বন্ধ
করুন,এগুলোতে আনলাইক
দিন।নতুবা,একদিন
আপনার প্রিয় মানুষের
মানসিক
বিকৃতিতে আপনার
কিছুই করার
থাকবেনা।
আমার
পেজটি প্রযুক্তি সর্ম্পকিত।
সব সময়
প্রযুক্তি নিয়েই
লিখার চেষ্টা করি।
তবুও প্রযুক্তির এই
অপব্যবহার
দেখে না লিখে পারলাম
না।সমাজিক
ব্যপারে হয়তো আমি গুছিয়ে কথা গুলো উপস্থাপন
করতে পারিনি।তবুও
আমার
লিখা যদি আপনার
বোধগম্য
হয়,দয়া করে আমার
মত আপনিও,আপনার
প্রোফাইল
অশ্লীলতা মুক্ত
রাখুন।
সারাদিনে হয়তো একটি ভালো কাজও
করিনি,তবুও এখন
করুন।
ধর্ম,সমাজ,দেশ.. ..সব
কিছুর কল্যানে আজ
অন্তত
একটি ভালো কাজ
করুন।শুধু চায়ের
কাপে ঝড় তুলে দেশ
উদ্ধার করলেই
হবে না,আসুন প্রকৃত
পক্ষেই দেশের জন্য
কিছু করি।
আর এডমিনদের
উদ্দশ্যে বলছি.....প্লিজ, মানুষের
কল্যানে আসে,এমন
কোনো পেজ
তৈরী করুন।মানুষের
কল্যানে এগিয়ে আসুন।
দয়া করে সস্তা জনপ্রিয়তার
পেছনে ছুটবেন না।এমন
কিছু
করুন,যাতে মানুষের
কাছে আপনার সম্মান
বৃদ্ধি পায়।নিজের
সম্মান
কমিয়ে,সাময়িক
জনপ্রিয়তার ফলাফল
কখনোই ভালো হবে না।
যারা আমার
সাথে,ফেসবুককে অশ্লীলতা মুক্ত
করতে চান,তারা দয়া করে লিখাটি শেয়ার
করে সকলকে জানাতে সহায়তা করুন।
আশা করি কোনো একদিন..আমাদের
হোম
পেজে আমরা কোনো অশ্লীল
পেজের পোষ্ট
দেখবোনা।সেই দিনের
প্রতিক্ষায় রইলাম।
অক্টোবর 13, 2011